শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৫

‘হায়াতে তাইয়্যিবাহ’ (পবিত্র জীবন) পাওয়ার জন্য শর্ত

হায়াতে তাইয়্যিবাহ (পবিত্র জীবন) পাওয়ার জন্য শর্তঃ
মহান আল্লাহ্‌ তাআলা বলেন,
যে ব্যক্তি নেক আমল করে এবং এমন অবস্থায় যে সে একজন ঈমানদার, চাই সে পুরুষ হোক কিংবা নারী, আমি তাকে হায়াতে তাইয়্যিবাহ (পবিত্র জীবন) দান করব এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরষ্কার দেব যা তারা করত। [সুরা আন-নাহলঃ ৯৭]

সুতরাং, হায়াতে তাইয়্যিবাহ পেতে হলে ঈমান সঠিক করতে হবে নেক আমল করতে হবে।

=> ঈমান সঠিক কথাটির অর্থ হচ্ছে #ইখলাস, ছোট-বড় যেকোন ধরণের শির্ক ও কুফুরী মুক্ত থাকতে হবে, যেকোন আমল করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।

=> আর নেক আমল অর্থ হচ্ছে, যেকোন ইবাদত একমাত্র রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাহ বা আদর্শ অনুযায়ী করা, যাবতীয় বিদআত কুসংষ্কার মুক্ত থাকা।

কোন ইবাদত বা আমলে ইখলাস না থাকলে অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য না করে অন্য কারো জন্য করলে অথবা ছোট অথবা বড় শিরক মিশ্রিত করলে সেই আমল আল্লাহ্ কবুল করবেন না। আবার কোন আমল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাহ অনুযায়ী নাহলে সেটাও বাতিল।