শুক্রবার, ২০ মার্চ, ২০১৫

সুন্নত ও বেদাত কি?

সুন্নত ও বেদাত কি?
সুন্নত কি?
রাসুলুল্লাহ (সাঃ) "ইবাদত" হিসেবে যা করেছেন, আমাদেরকে করতে বলছেন অথবা সাহাবারা তাঁর সামনে করেছেন আর তিনি চুপ থেকে মৌন সম্মতি দিয়েছেন এই সবগুলো সমষ্টির নাম হচ্ছে সুন্নত বা নবীর আদর্শ।
সুন্নতে দলীল খুঁজে পাওয়া যায়না, অর্থাৎ নবীর তরীকা ছাড়া কোনো ইবাদত করা সম্পূর্ণ হারাম, আল্লাহ তাআ'লা সেটাকে ইবাদত হিসেবে কবুল করেন না। এমন কাজগুলোকে বেদাত বলা হয়।
বেদাত কি?
বেদাত হচ্ছেন এমন কোনো কাজ বা আমল যা মানুষ সওয়াব লাভের জন্য করে থাকে, কিন্তু এই কাজ না রাসুলুল্লাহ (সাঃ) করেছেন, না করতে বলেছেন না সাহাবারা তাঁর সামনে করেছেন আর তিনি চুপ থেকে মৌন সম্মতি দিয়েছেন।
বেদাত হচ্ছে মানুষের বানানো ভুয়া ইবাদত। আসলে এইগুলো ইবাদত নয়, এইগুলো করলে কোনো সওয়াব পাওয়া যায়না - বরং নবীর তরীকা না মানার কারণে এর উপরে আমল করা কবীরা গুনাহ। কিন্তু আফসোসের বিষয় - এইকাজগুলো যারা করে তারা এটাকে নেকীর কাজ মনে করে। এই কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন - অথচ অজ্ঞ লোকেরা মনে করে এইকাজগুলো করে জান্নাতে যাবে (নাউযুবিল্লাহ)।

admin : আনসারুস সুন্নাহ