প্রশ্নঃ আমাদের দেশে ওর্য়াল্ড ভিশন নামে খ্রিষ্টানদের একটা সংস্থা আছে তারা
অসহায় দরিদ্র শিশুদের নানা ভাবে সাহায্য করে থাকে এবং তারা উপকৃত হয়। আমার প্রশ্ন
হল তাদের সাহায্য মুসলিমদের নেয়া যাবে কিনা?
উত্তরঃ এরকম ওয়ার্ল্ড ভিশন,
খ্রীস্টান মিশনারী, ও অন্যান্য এনজিওগুলো যারা
কৌশলে দুনিয়ার লোভ দেখিয়ে ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে, তারা ইসলাম ও মুসলমানদের প্রকাশ্য দুশমন। দরিদ্র মুসলমানদেরকে সম্পদ আর
নারীর লোভ দেখিয়ে তাদেরকে খ্রীস্টান বানানোই হচ্ছে তাদের মিশন, সৌদি আরবের মতো আমাদের দেশেও এই সমস্ত প্রতারক লোকদের কার্যক্রম নিষিদ্ধ
করে মুসলমানদেরকে তাদের ক্ষতি ও ফেতনা থেকে বাঁচানো উচিত। মুসলমান ভাই ও বোনেরা
আপনারা ইসলাম ও মুসলমানদের দুশমনকদেরকে চিনতে শিখুন, তাদের
ষড়যন্ত্র থেকে নিজে বাঁচুন, অন্যদেরকেও সতর্ক করুন।
ইতিমধ্যেই তারা মুসলমানদের দুর্বলতার সুযোগ নিয়ে মুসলমাদের উপরে চেপে বসেছে,
এবার তারা চূড়ান্তভাবে মুসলমানদেরকে কোনঠাসা করে ইসলামের নাম-নিশানা
মুছে ফেলতে চায়। প্রতিটি মুসলমান হচ্ছে ইসলামের অতন্দ্র প্রহরীর ন্যায়, আমরা আমাদের দায়িত্ব পালন করলে কোন জিন শয়তান বা মানুষ শয়তান আমাদের কোন
ক্ষতি করতে পারবেনা ইন শা আল্লাহ।