শনিবার, ২৮ মার্চ, ২০১৫

প্রশ্ন-উত্তর পর্বঃ - ২৮শে মার্চ, ২০১৫।

প্রশ্ন-উত্তর পর্বঃ - ২৮শে মার্চ, ২০১৫।
প্রশ্নঃ ভাই আপনি কি কোনো দলের প্রতিনিধিত্ব করছেন? বা কোন অরাজনৈতিক ইসলামিক সংগঠন? নাকি শুধুমাত্র কুরআনও সহি সুন্নার দাওয়াত দিচ্ছন?
উত্তরঃ জাযাক আল্লাহু খায়রান, গুরুত্বপূর্ণ সুন্দর এ প্রশ্নটি করার জন্য। মুসলমান হিসেবে আমাদের একমাত্র আদর্শ হচ্ছে মুহাম্মাদ সাঃ, আমরা ক্বুরান ও সুন্নাহ মানি যেইভাবে সাহাবারা মেনেছিলেন। মুসলমানদের মাঝে ৭৩টি দলের মাঝে একটি মাত্র দল জান্নাতে যাবে, তাবেয়ীদের যুগ থেকে সেই দলটি আহলে সুন্নাত ওয়াল জামাআ'ত বা সংক্ষেপে সুন্নী হিসেবে পরিচিত। আমি নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাআ'ত এর অনুসারী হিসেবেই পরিচয় দেই। এনিয়ে আমাদের পূর্বের এই পোস্টটি দেখার অনুরোধ রইলো -
http://ansarus-sunnah.blogspot.com/2014/05/blog-post_17.html

প্রশ্নঃnamaz e kono surah porar time e monojog onno dik e thakle oi surah abar porte hbe kina,...jemon ami surah fatiha porlam kintu monojog na thakay ki porlam ta kheyal kora holo na...so oi obosthay ki kora uchit
উত্তরঃ মনোযোগ না থাকলে নামাযে ঐ অংশের সওয়াব থেকে বঞ্চিত হবেন, আর যদি ঠিক পড়ে থাকেন তাহলে আবার পড়তে হবেনা, তবে সুরা ফাতেহাতে ভুল করলে আবার পড়তে হবে, কারণ সুরা ফাতেহা ছাড়া নামায হয়না। আর অন্য সুরা হলে মনে খুত খুত থাকলে নতুন করে পড়তে পারেন। নামাযে মনোযোগ নিয়ে আমাদের এই পোস্টটা দেখুন -
http://ansarus-sunnah.blogspot.com/2014/03/blog-post_2492.html

প্রশ্নঃ Vai admin jamate namaz aday kale ruku pele ki oi rakat pabo? But Dr. Asadullah galib tar boite likhecen ruku pele rakat pabo na. Pls ans me.
উত্তরঃ  জমহুর অর্থাৎ, বেশিরভাগ আলেমদের মত হচ্ছে, রুকু পেলে রাকাত হয়ে যাবে, এর পক্ষে সহীহ হাদীসের দলীল আছে। ২-১ জন সাহাবী ও কিছু আলেম বলেছেন সুরা ফাতেহা না পেলে রাকাত হবেনা, কারণ সুরা ফাতেহা নামাযের রোকন এবং এনিয়ে তারা কিছু যুক্তিও পেশ করে থাকেন। গ্রহণযোগ্য দলীল থাকার কারণে ও বেশিরভাগ আলেম রুকু পেলে রাকাত হয়ে যাবে, এই মতের পক্ষে থাকায়, আমি বিশ্বাস করি ও আমল করি যে, রুকু পেলে রাকাত হয়ে যাবে। এ ব্যপারে আল্লাহই সবচেয়ে ভালো জানেন। আপনারা শায়খ ইবনে উসাইমিন রহঃ এর দলীল ভিত্তিক এই ফতোয়া দেখুন, তিনি বিস্তারিত আলোচনা করেছেন,
http://ansarus-sunnah.blogspot.com/2014/04/blog-post_3255.html

প্রশ্নঃ vai rajtontro o somajtontro ki? islame konti ,keno,gronjoggo/ noi?
উত্তরঃ ইসলামের আদর্শ হচ্ছে মুসলিম আলেম ও নেতাদের শুরাভিত্তিক কমিটির মাধ্যমে খলিফা ও অন্যান্য আমির বা নেতা বাছাই করা। তবে রাসুল সাঃ এর মৃত্যুর ৩০ বছর পর থেকেই মুসলামদের নেতৃত্ব বাছাইয়ে রাজতন্ত্র চালু রয়েছে, আমার জানা মতে আজ পর্যন্ত কোন সাহাবা বা আলেম একে হারাম বলে ফতোয়া দেয়নি। আপনারা সংক্ষিপ্ত আকারে আমাদের এই পোস্ট দেখুন -
https://www.facebook.com/Back.to.Allah.bangla/posts/804396302926452
আর আরো বিস্তারিত জানার জন্য শায়খ আব্দুর রাক্বীব মাদানীর এই লেকচারটা দেখুন -
https://www.youtube.com/watch?v=3ELLqTj9z80
জামাতে ইসলামী, ইখোয়ানুল মুসলিমিন, হিযবুত তাহরীর, আল-কায়েদাহ আইসিস, তাকফিরী ইত্যাদি দলের অনুসারী অল্পবয়ষ্ক লোকদের মনগড়া ফতোয়ার দ্বারা বিভ্রান্ত হবেন না।
আর সমাজতন্ত্র ইসলামের দুশমন নাস্তিকদের আবিষ্কার, যা ইসলামের বিপরীত। এইরকম মানবরচিত তন্ত্র যা ইসলামের সাথে সাংঘর্ষিক সেগুলো বিশ্বাস করা বা মেনে নেওয়া শিরক ও কুফর, যদিও তারা যত ভালো ভালো কথা বলুক না কেনো।

প্রশ্নঃ vai admin,wife ki husband ke paye dore salam kora jayej ase ?
উত্তরঃ না জায়েজ নয়। এটা হারাম ও হিন্দুদের অনুকরণ। বিস্তারিত দেখুন -
http://ansarus-sunnah.blogspot.com/2014/07/blog-post_3375.html

প্রশ্নঃ আসসালামুআলাইকুম|কোনো বিপদ বা সমস্যায় পরলে আমরা সাধারণত মানত করে থাকি যেমন,টাকা গরীব মসজীদে দান করার মানত |নফল নামাজ বা রোজা মানত করি|এটা কি ঠিক?কিভাবে করা উচিত?
উত্তরঃ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে মানত করা জায়েজ নয়। যদি কিছু করতে হয়, সামর্থ্য অনুযায়ী আগে দান করবেন বা ২-৪ রাকাত যতটুকুই হোক নফল নামায পড়বেন, নেক আমল করে একে উসীলা করে দুয়া করবেন যাতে আপনার নেক আমলের উসীলায় বিপদ থেকে উদ্ধার করেন। বিস্তারিত দেখুন -
http://ansarus-sunnah.blogspot.com/2014/06/blog-post_12.html

প্রশ্নঃ towbar duata post korben ke?
উত্তরঃ জি, অবশ্যই, এই লিংকে দেখুন -
http://ansarus-sunnah.blogspot.com/2014/03/blog-post_9982.html

প্রশ্নঃ এশার নামায এর বেতের নামায পড়ার প্রকৃত পধতি কি ? দুই তাশাহুদে বেতের পড়া যায়েয আছে কি না ? অনেকে বলে বেতের নামাযে দুইবার তাশাহুদ পড়া যাবে না । ঠিক তথ্য তুলে ধরবেন প্লিজ ।
উত্তরঃ http://ansarus-sunnah.blogspot.com/2014/03/blog-post_122.html

প্রশ্নঃ  amar question : ami Jamaat e islamir ekjon kormi..ami bivinno waz mahfil e sunechi kichu alim ulama amader (Jamaat ) ke salafi der onusari bole kintu ami jani na salafi ta ki? ektu bistarito bolle Asol jinish jante parbo..ar je sob alim ulama ei kotha bole Tara fultoli,sylhet er peer saheb er onusari..thanks
উত্তরঃ সালাফ কথাটির অর্থ হচ্ছে পূর্বে বা প্রথমে যারা ছিলেন। আর আমাদের পূর্বে সবার আগে ছিলেন সাহাবারা, এরপরে সাহাবাদের অনুসারী তাবেয়ী, তাবে তাবেয়ী ও এর পর যুগে যুগে নেককার আলেম-ওলামারা। দ্বীনের প্রতিি কথা ও কাজে ক্বুরান ও হাদীস মেনে চলা ঠিক সেইভাবে যেইভাবে সাহাবা, তাবে তাবেয়ী, তাবে তােয়ী ও পূর্ব যুগের ইমাম ও আলেমরা মেনে চলতেন - এই নীতি, আদর্শ বা কর্মপন্থাকে সালাফিয়া বলা হয়, আর যারা এ আদর্শ মেনে চলে তাদেরকে সালাফি বলা হয়। সালাফিরাই হচ্ছে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সমস্ত শিরক ও বিদাত মুক্ত থেকে রাসুল সাঃ অনুসরণ করে। জামাতে ইসলামী ২-১টা বিষয়ে হয়তোবা সালাফি মানহাজ মানে, তবে তারা সালাফি নয়, বরং তারা সাহাবাদের রাস্তা থেকে সরে গেছে, তাদের কাউকে গালি-গালাজ করে, তাদের ভুল ধরে - এইসবগুলো স্পষ্ট গোমরাহী। এই তিনটা পোস্টে কিছুটা আলোচনা পাবেন -
আহলে সুন্নাত ওয়াল জামাআ'তঃ
http://ansarus-sunnah.blogspot.com/2014/05/blog-post_17.html
সাহাবাদেরকে গালি দেওয়াঃ
http://ansarus-sunnah.blogspot.com/2015/01/blog-post_6.html
মওদুদী সম্পর্কে -
http://ansarus-sunnah.blogspot.com/2014/06/blog-post_9962.html

প্রশ্নঃ Vai namaz porar majhe amra sura fateha porar por jokhon kuran ar kichu ongso path kori tokhon ki amon hoyna je surati Allah ar mukher kotha ja manuskei nirdesh kore bolche ba nobi ke nirdesh kore bolche. . . . ai bisoy ta alochona korun. . . plz. . .
উত্তরঃ হ্যা এমনটা হয়, যেমন আল্লাহ বলছেন, আক্বিমুস সালাহ - তোমরা নামায কায়েম করো...এখন আমরা এটা তেলাওয়াত যখন করি এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কথাগুলো স্বরণ করা...এইগুলো যাতে অন্তরে সবসময় থাকে আর সেগুলোর উপর আমল করার জন্য স্বরণ করা।

প্রশ্নঃ Assalamualaikum
Vai ami akta bank job kori jani ata khuv kharap job cause ata suder karbar?amar jiboner akmatro target silo bank jobs er jonno allah nikot sobsomoy doya koresi abong allah ta diyese.
Tobe amar vitore allah rohmote islamic knowledge kisota gobirvabe duktese mone hoy,amar ai change ta jodi job pawar age hoto ,tahole ai job nitam na,akhon amar government age nai,
Tasara ami try korsi jatotuk sombob sud theke
Beche takhar jonno, jemon amar taka ami current account rakhi,gps,fixed deposit,7 years double etc, ami taka rakhi na..
Akhon amar ki koroniyo ?
10 years hole chakri sere dibo strongly niyot koresi,
Cause 10 year por chakri sara sujug ase..
উত্তরঃ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনার প্রতি রহম করুন ও আপনার জন্যে সহজ করে দিন। আপনি যদি আজকেই এই চাকুরীটা ছেড়ে দেন আর সুদী একাউন্টগুলো বন্ধ করেন, সেটা আপনার জন্যে উপকারী। সুদী ব্যংকে কাজ করা নিয়ে ফতোয়া দেখুন -
http://ansarus-sunnah.blogspot.com/2014/07/blog-post_10.html
এবং এটা
http://ansarus-sunnah.blogspot.com/2015/01/blog-post_64.html
যেহেতু এটা অনেক বড় একটা ব্যপার, এজন্য আমি পরামর্শ দেবো তোওবা করা সংক্রান্ত এ বইটা আপনি খুব মনোযোগ দিয়ে পড়বেন -
আমি #তাওবা করতে চাই কিন্তু...
তোওবা কি, তোওবা কিভাবে করতে হবে, কিভাবে বুঝবো আমার তোওবা কবুল হয়েছে কিনা, এছাড়া বিভিন্ন ধরণের পাপ যে করে ফেলেছে সে কিভাবে তোওবা করবে তোওবা সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানার জন্য এই বইটা অবশ্যই পড়বেন।
http://preachingauthenticislaminbangla.blogspot.com/2013/05/blog-post_7620.html

প্রশ্নঃ ফরয গোসলের নিয়মটা বলিয়েন?
উত্তরঃ http://ansarus-sunnah.blogspot.com/2014/03/blog-post_9735.html

প্রশ্নঃ জামাত না পেয়ে একা একা ফরজ নামাজ মসজিদে পড়লে কি একামত দিতে হে?
আর তাকবির গুলো কি জোরে জোরে দিব। বাসায় বা মসজিদে যেখানেই পড়িনা কেন?
আর যে সব নামাজ স্বশব্দে পড়তে হয় যেমন ফজর,মাগরিব ও এশা একা পড়লে মসজিদে বা বাড়িতে স্বশব্দেই কি পড়বো?
কসর নামাজ যদি দু'ওয়াক্ত এক সাথে পড়ি। যহর এবং আসর। দুবারই কি একামত দিতে হবে? আর তাকবির কি জোরে জোরো দিব? প্লিজ রেফারেন্স সহ জানাবেন।
উত্তরঃ ইকামত দেওয়া সুন্নত, সুতরাং দেবেন। ইচ্ছে হলে জোরে বলবেন, জোরে বলাই সুন্নত, জামাত ছুটে গেলে একা পড়লেও জোরে পড়া সুন্নত।
হ্যা, এক আযান, ইকামত ২টা দিতে হবে। জোরে দেওয়া সুন্নত।

প্রশ্নঃ Jomuar namaz miss hoe jay... kaje busy thaki.. ki korbo...??
উত্তরঃ কি কাজ? মুকিম, সুস্থ ও বালেগ পুরুষের জন্য জুমুয়াহ পড়া ওয়াজিব, নামাযের আযান দেওয়া হলে অন্য কাজ করা হারাম হয়ে যায়। কখনো ছুটে গেলে যোহর পড়তে হবে, তবে উপযুক্ত কারণ না থাকলে তোওবা করতে হবে কারণ সেটা গুনাহ।

প্রশ্নঃ Mongol sovajatra te participate kora ki sirok ?
উত্তরঃ এটা মুশরকেদের সংস্কৃতি ও ধর্ম বিশ্বাস এর অংশ, মুশরেকদের ধর্মীয় উতসবে শোরীক হওয়া কোন মতেই জায়েজ না

প্রশ্নঃ SO  whether without the previous wish and order of the Creator does any living or non living must be able to do good or bad ?
উত্তরঃ আল্লাহর ইচ্ছা ও তাকদীর...
তাকদীর আল্লাহ লিখে দিয়েছেন, তাহলে বান্দার দোষ কি?
http://ansarus-sunnah.blogspot.com/2014/03/blog-post_1471.html

প্রশ্নঃ শবেবরাত কি?
উত্তরঃ শবে বরাত উদযাপন করার কোন সহীহ হাদীস নেই। এটা পড়ূন -
http://ansarus-sunnah.blogspot.com/2015/03/blog-post_8.html

প্রশ্নঃ অনেকে বলেন , মৃত ব্যাক্তির নিকট বসে কোরআন পড়ে কোন লাভ নেই , ৭০০০০ বার লা ইলাহা ইল্লাল্লহ পড়ে বকশে দেয়ার কোন নিয়ম নেই , চল্লিশা করার নিয়ম নেই , প্রতি বছর ম্রতু দিবসে গরীব লোকদের খাওয়ানোর নিয়ম নেই । আপনি কি এই কথাগুলির সঙ্গে একমত ।
উত্তরঃ হ্যা এগুলো বেদাতী আমল
এই লেখাগুলো দেখুন -
http://ansarus-sunnah.blogspot.com/2014/12/blog-post_28.html

http://ansarus-sunnah.blogspot.com/2015/02/blog-post_86.html

প্রশ্নঃ ISIS er bepare apnar motamot ki?
উত্তরঃ সমস্ত আলেমরা একমত, তারা বর্তমান যুগের খারেজী দল। এর নিকৃষ্ট খুনির দল যারা অন্যায়ভাবে সুন্নী মুসলমানদের হত্যা করেছে। খারেজীদের প্রধান লক্ষনগুলো তাদের মাঝে পূর্ণ মাত্রায় বিদ্যমান। এখানে অনেক পোশটের লিংক দেওয়া আছে খারেজীদের ব্যপারে -

http://ansarus-sunnah.blogspot.com/2015/01/blog-post_63.html