এক ভাই প্রশ্ন করেছেন,
aslamoalikum admin, apnader aiy pager shate prai 2 teke
3 bochor, alhumdolillah apnader mehnot o allahor bises rohmoter karone, nijeke
onek bodlate parlam, alhumdolillah dari rekesi,proshno holo oju korar somoy
mukh dowar por darite pani dibo naki hat dowar por, janale kub upokrito hobo,
jajakallah kayer
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহা’মদুলিল্লাহ খুব ভালো লাগলো আপনার কথার শুনে, আপনি কেমন আছেন?
সমস্ত প্রশংসা আল্লাহর, তিনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করেন।
আমরা শুধু মানুষের কাছে পোঁছে দিতে পারি. . .হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ।
আর এতেই থেমে যাবেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা
ও মানহাজের অনুসারী সত্যিকারের আলেমদের সাথে যোগাযোগ রাখুন, তাদের কাছ থেকে উপকৃত হওয়ার
চেষ্টা করুন। পথভ্রষ্ট, অজ্ঞ ও বিদাতী বক্তা ও আলেমদের বিভ্রান্তির ব্যপারে সজাগ থাকুন।
নিজের ব্যপারে আত্মতুষ্টি বা অতি আত্মবিশ্বাসে ভুগবেন না, এভাবে হেদায়েতের পরেও অনেকে
গোমরাহ হয়। সর্বদা নিজেকে ইলম শীক্ষা ও নেক আমলের মেহনতে ব্যস্ত রাখুন, ফালতু ও বেহুদা
কাজ থেকে বেঁচে চলুন। আল্লাহ আমাদের সকলকেই তোওফিক দান করুন ও তাঁর অসীম দয়ার মাঝে
দাখিল করুন আমিন।
প্রশ্নের উত্তর হচ্ছে, মুখ মন্ডল ধৌত করার সময় দাড়িতে আঙ্গুলগুলো
দিয়ে খিলাল করবেন।