১ জানুয়ারী,
২০১৫। পর্ব - ১
প্রশ্নঃ হিন্দি সিরিয়াল আর রিয়েলিটি শো দেখা নিয়ে আলোচনার
অনুরোধ করছি|
উত্তরঃ মুশরেক নারীরা উলঙ্গ হয়ে টিভিতে আসছে, জিনা-ব্যভিচার,
পরকীয়া আর যাবতীয় হারাম কাজ ও শিরক শীক্ষা দেওয়া হচ্ছে সেইগুলোতে।
সুস্থ মস্তিষ্কের মানুষ এইগুলো দেখতে পারেনা।
প্রশ্নঃ Bitor er namaz er shothik niyom ta bolben please
উত্তরঃ বিতির সালাত এর বিস্তারিত নিয়ম জানতে এই পোস্ট দেখুনঃ
https://www.facebook.com/photo.php?v=520034528092835&set=vb.125167817515974&type=3&video_source=pages_video_set
plz uttor dile khub upokrito hobo..
প্রশ্নঃ 1...namaj seshe mathai haat dewa ki hadis
sommoto???
উত্তরঃ না, নামাযের সালাম ফিরিয়ে মাথায় হাত দেওয়ার
পক্ষে কোন সহীহ হাদীস নেই। যেই কথাগুলো আছে সেইগুলো জাল নয়তো জয়ীফ। সুতরাং,
মাথায় হাত দিয়ে বানোয়াট কোন দুয়া পড়বেন না। ফরয নামায শেষে সহীহ
হাদীস সম্মত নিচের দুয়াগুলো পড়বেনঃ
ফরয সালাত শেষে কি দুয়া পড়তে হবে?
https://www.facebook.com/notes/তোমরা-তোমাদের-পালনকর্তার-অভিমূখী-হও-এবং-তাঁর-আজ্ঞাবহ-হও/ফরয-সালাত-শেষে-কি-দুয়া-পড়তে-হবে/758331430845585
2....amader mosjider imam taratari ruku kore, tai sura Fatiha
pura porte parina. Ai khetre ki korbo? sura Fatiha pura porte parina bole ki
namaz hobe na???
উত্তরঃ আশেপাশে অন্য ভালো মসজিদ থাকলে সেখানে পড়বেন।, না
থাকলে এই ইমামের সাথেই জামাতে পড়বেন। কোন ভুল করলে ইমাম দায়ী থাকবে, ইন শা আল্লাহ্ আপনি আপনার সওয়াব পেয়ে যাবেন।
3........imam jokon sura Fatiha pore tokon ami kokon porbo???
উত্তরঃ ইমামে সাথে সাথেই সুরা ফাতিহা পড়ে নেবেন, ইমামের
সাথে মিস করলে আমিন বলার পরে পড়ে নেবেন।
প্রশ্নঃ . Eid e miladunnubi palon kora jai ki ? Kono shahaba ki
palon korache ? Ki babe er procholon holo ? Details dolilshoho janaben please.
উত্তরঃ ‘ঈদে মিলাদুন্নবী’ পালন
করা বিদাত
https://www.facebook.com/Back.to.Allah.bangla/photos/pb.125167817515974.-2207520000.1420130205./1047397121959701/?type=3&src=https%3A%2F%2Fscontent-b-cdg.xx.fbcdn.net%2Fhphotos-xfa1%2Ft31.0-8%2F10629515_1047397121959701_3826482012256150365_o.jpg&smallsrc=https%3A%2F%2Fscontent-b-cdg.xx.fbcdn.net%2Fhphotos-xap1%2Fv%2Ft1.0-9%2F10394780_1047397121959701_3826482012256150365_n.jpg%3Foh%3D05840d525540e840c281d86a17fe511f%26oe%3D54FA7D4C&size=1048%2C557&fbid=1047397121959701
প্রশ্নঃ কোন নামাজের জামাতের এক বা একাধিক রাকাত মিস করলে শেষ
বৈঠকে তাশাহুদ ছাড়াও কি দুরূদ শরীফ বা দুয়া মাসূরা পড়া যাবে?
উত্তরঃ দুরূদ শরীফ পড়া যায়, দুয়া মাসূরা না
পড়াই ভালো
প্রশ্নঃ Husband and wife divorce hoar por abar bea korte
chaile ke hilla bea korte hobe? Pls answer it in details.
উত্তরঃ এক তালাকের মাধ্যমে ডীভোর্স হলে নতুন করে বিয়ে করতে
পারবে। বিস্তারিত ভালো আলেমদের কাছ থেকে জেনে নিন।
***হিল্লা বিয়ে কি?
https://www.facebook.com/permalink.php?id=125167817515974&story_fbid=661420360557381
***হিল্লা বিয়ে হারাম
https://www.facebook.com/Back.to.Allah.bangla/posts/357545140950757?comment_id=4205809
প্রশ্নঃ Bipod ba kono uddesho puroner jonno sura yeasin 41 bar pore khotom dia monajat kora jabe ki? Please janaben...
উত্তরঃ এটা বিদাত, এইগুলো করা যাবেনা। এমনিতে
দুয়া কবুলের সময়গুলোতে বেশি বেশী দুয়া করতে হবে। ধৈর্য ও নামাযের মাধ্যমে আল্লাহর
কাছে সাহায্য চাইতে হবে।
প্রশ্নঃ
1.amar ak cousin unar husbandke vaiya bole daken.ami jante
chaccilam husbandke vaiya otoba nam dhore daka jabe ki?
উত্তরঃ ভাইয়া ডাকবেনা, স্বামী রাগ না করলে নাম ধরে
ডাকতে পারে।
2.meyeder hayejer napaki obostay jaynamaj,tasbih agulu sporsho
korle ki napak hoye jabe? ai bepare koto tuku careful taklei jotesto pls
janaben.
উত্তরঃ কোন কিছুই নাপাকী হবেনা। স্পর্শ করলে কোন সমস্যা নেই, মুসহাফ
বা শুধুমাত্র আরবী ক্বুরান স্পর্শ করা নিষেধ, এছাড়া যেকোন
তর্জমা, তাফসীর, হাদীস বা ইসলামী বই বা
যেকোণ কিছুই স্পর্শ করতে পারবে।
3.onkei bolen eusuf (A) nd julekhar maje premer shomporko
chilo. onkei shundor kore tader premer story bolen.prokitopokke tader
shomporkota tik ki chilo jante chaisilam
উত্তরঃ নাউযুবিল্লাহ, দুশ্চরিত্র লোকের কুফুরী
কথা ও মিথ্যা অপবাদ। বাদশাহর স্ত্রীর চরিত্র খারাপ ছিলো, আল্লাহ্
তাঁর নবীকে প্রেম নামের এই সমস্ত অশ্লীলতা থেকে নিরাপদ রেখেছিলেন।
প্রশ্নঃ .bisso istema somporke jante chai.ekhane jaoa jabe kina
ba gele saoab hobe kina.ektu detail-a janaben plz. onk dhonnobad msg kholar
jonno.Zajakallah khairan.
উত্তরঃ এটা বিদাতী ইজতেমা। এটাতে যাওয়া জায়েজ নয়, এখানে
ক্বুরান ও সুন্নাহ বিরোধী বক্তব্য দেওয়া হয়। আর আখেরেঈ মুনাজাত একটা বিদাতী
অনুষ্ঠান। আরব বিশ্বের ওলামাদের ফতোয়া দেখুন -
““তাবলীগ জামাত” সম্পর্কে
মক্কা-মদীনার আলেমদের ফতোয়া””
https://www.facebook.com/Back.to.Allah.bangla/photos/pb.125167817515974.-2207520000.1420130205./1047275151971898/?type=3&src=https%3A%2F%2Fscontent-b-cdg.xx.fbcdn.net%2Fhphotos-xpa1%2Ft31.0-8%2F10872835_1047275151971898_7987914389474972574_o.jpg&smallsrc=https%3A%2F%2Fscontent-b-cdg.xx.fbcdn.net%2Fhphotos-xpf1%2Fv%2Ft1.0-9%2F1512809_1047275151971898_7987914389474972574_n.jpg%3Foh%3D2aea6b02c1d8311aa14de0b8502fe27a%26oe%3D553F0297&size=1126%2C529&fbid=1047275151971898
প্রশ্নঃ সৌদি আরবের আলেমরে যুদ্ধ করাকে সমর্থন করে না। আমরা
জানি যখন ইমাম মেহেদি আর ইসা (আ) আসবে তখন মারামারির যুদ্ধ হবে। আর সালাফিরাতো এমন
যুদ্ধ সমর্থন করে না। তাহলে কি বলা যায় যে ইমাম মেহেদি আর ইসা (আ) এর সঙ্গি
সালাফিরা হবে না?
উত্তরঃ সৌদি আরবের আলেমরে যুদ্ধ করাকে সমর্থন করে না, এটা
একেবারেই বাজে কথা যা জসিম উদ্দিনের মতো বোকা লোকেরা প্রচার করে থাকে। সৌদি আরবের
আলেমরা অন্যায় বা ইসলাম সমর্থন করেনা এমন যুদ্ধের বিরোধীতা করেন। কোন আলেম জিহাদের
বিরোধীতা করেন না, তারা জিহাদ নাম দিয়ে ফাসাদের বিরোধীতা
করেন।
প্রশ্নঃ সৌদি ওলামারা কি জিহাদের ব্যপারে মানুষকে নিবৃত করার
চেষ্টা করছেন যদিও কোরআনে বার বার জিহাদের কথা বলা হয়েছে? শোনা
যাচ্ছে যে আইএস এর খলিফা নির্বাচিত হয়েছে। তাই তারা কি এখন জিহাদ করতে পারে ?
#শায়খ_আব্দুল্লাহ_আল_কাফির এই প্রশ্নের জবাবে বলেনঃ
পৃথিবীতে আলেমদের মধ্যে যারা জিহাদের ব্যাপারে সবচেয়ে বেশী
অগ্রসর ছিলেন ও আছেন, তাঁরা হচ্ছেন সৌদী উলামা সমাজ। এখন পর্যন্ত
বিশ্বের বিভিন্ন স্তানে সৌদীরাই বেশী জিহাদ করেছে বা করছে।
সোভিয়েতের বিরুদ্ধে আফগানিস্তান তার শ্রেষ্ঠ প্রমাণ,কিন্তু
রাশিয়া হটিয়ে কি পেয়েছে ঐ জিহাদ? কি পেয়েছে আফগানিস্তান?
প্রশ্নঃ gan bajna ,haram, ta Quraner kothay ase? Ami take ai
bapare ki uttor dite pari.. Janaben please!
উত্তরঃ ক্বুরান হাদিসে বহু আয়াত ও সহিহ হাদীস দ্বারা গান
হারাম করা হয়েছ। সুরা লোকমানের এই দ্বারা গান-বাজনাকে হারাম করা হয়েছেঃ
"একশ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে
গোমরাহ করার উদ্দেশে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং উহাকে নিয়ে
ঠাট্টা-বিদ্রূপ করে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি।"
সূরা লুকমান : ৬ উক্ত আয়াতের শানে নুযূলে বলা হয়েছে যে, নযর
ইবনে হারিস বিদেশ থেকে একটি গায়িকা বাঁদী খরিদ করে এনে তাকে গান-বাজনায় নিয়োজিত
করল। কেউ কুরআন শ্রবণের ইচ্ছা করলে তাকে গান শোনানোর জন্য সে গায়িকাকে আদেশ করত
এবং বলত মুহাম্মদ তোমাদেরকে কুরআন শুনিয়ে নামায, রোযা এবং
ধর্মের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার কথা বলে। এতে শুধু কষ্টই কষ্ট। তার চেয়ে বরং গান
শোন এবং জীবনকে উপভোগ কর।
রাসুল সাঃ এর সহীহ হাদীসেও গান-বাজনার হারাম করা হয়েছে, সহীহ
হাদিসে যা হারাম করা হয়েছে তা ক্বুরানের আয়াত দিয়ে হারাম করার সমান মর্যাদার। সহীহ
হাদীস অস্বীকার করা কুফুরী।
গান-গায়িকা এবং এর ব্যবসা ও চর্চাকে হারাম আখ্যায়িত করে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-
তোমরা গায়িকা (দাসী) ক্রয়-বিক্রয় কর না এবং তাদেরকে গান
শিক্ষা দিও না। আর এসবের ব্যবসায় কোনো কল্যাণ নেই। জেনে রেখ, এর
প্রাপ্ত মূল্য হারাম।-জামে তিরমিযী হাদীস : ১২৮২; ইবনে মাজাহ
হাদীস : ২১৬৮
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, আমার
উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে। আর তাদের মাথার উপর
বাদ্যযন্ত্র ও গায়িকা রমনীদের গান বাজতে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে যমীনে
ধ্বসিয়ে দিবেন।-সুনানে ইবনে মাজাহ হাদীস : ৪০২০; সহীহ ইবনে
হিব্বান হাদীস : ৬৭৫৮
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, পানি
যেমন (ভূমিতে) তৃণলতা উৎপন্ন করে তেমনি গান মানুষের অন্তরে নিফাক সৃষ্টি
করে।-ইগাছাতুল লাহফান ১/১৯৩; তাফসীরে কুরতুবী ১৪/৫২
বিস্তারিত জানতে এটা দেখুন –
http://www.quraneralo.com/lets-come-back-from-music/
প্রশ্নঃ ami kauk mon theke khoma korte chassi but puraton kisu
kosto ja o dise tar jnno khoma korte properly partesi na...ki korbo a khetre?
ami tar jnno proti wakte doa kori but tarporeo maje moddhe keno sasti kamona
kori janina....pls help me
উত্তরঃ সম্ভবত আপনার এর সাথে আরো সমস্যা আছে, সেইজন্য
সহজ ভাবে নিতে পারছেন না। সেইসব বিষয়ে ইসলামের হুকুম কি জানুন এবং সেই অনুযায়ী
ব্যবস্থ নিন।
অন্যের জন্য ব্যস্ত না হয়ে নিজের আকিদা ও আমলের দিকে বেশি
মনোযোগী হন, তাহলে সেইগুলো ভুলতে পারবেন এবং সঠিক পথে চলতে পারবেন ইন
শা আল্লাহ্।
প্রশ্নঃ paer sathe pa melano kototuku joruri ? proman Soho
jante chai,r hanafira kon doliler viktite pa milai na?janaben ,please.
উত্তরঃ জরুরী, এটা করতে রাসুল সাঃ আদেশ
করছেন এবং সাহাবারা করতেন।
হযরত আনাস (রাঃ) বলেন, একদা নামাযের ইকামত হল। নবী
(সাঃ) আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন, “তোমরা তোমাদের
কাতার সোজা কর এবং ঘন হয়ে দাঁড়াও। নিশ্চয় আমি আমার পিছন দিক হতেও দেখে থাকি।” আনাস
(রাঃ) বলেন, এরপর আমাদের প্রত্যেকে নিজ বাহুমূল তার
পার্শ্ববর্তী সঙ্গীর বাহুমূলের সাথে এবং নিজ পা তার পায়ের সাথে (হাঁটু তার হাঁটুর
সাথে, পায়ের গাঁট তার পায়ের গাঁটের সাথে) লাগিয়ে দিত।
(বুখারী ৭১৮, মুসলিম, সহীহ ৪৩৬,
আবূদাঊদ, সুনান ৬৬২নং)
হযরত জাবের বিন সামুরাহ্ (রাঃ) বলেন, একদা
আল্লাহর রসূল (সাঃ) আমাদের কাছে এলেন। সে সময় আমরা গোলাকার দলে দলে বিভক্ত ছিলাম।
তিনি বললেন, “তোমাদেরকে আমি বিক্ষিপ্তরুপে দেখছি
কেন?” অতঃপর
একদিন তিনি আমাদের কাছে এসে (আমাদেরকে অনুরুপ বিক্ষিপ্ত দেখে) বললেন, “তোমরা
প্রতিপালকের সামনে ফিরিশ্তাবর্গের কাতার বাঁধার মত কাতার বেঁধে দাঁড়াবে না কি?” আমরা
বললাম, ‘হে আল্লাহর রসূল! ফিরিশ্তাবর্গ তাঁদের
প্রতিপালকের সামনে কিরুপে কাতার বেঁধে দাঁড়ান।’ তিনি
বললেন, “প্রথমকার কাতারসমূহ পূর্ণ করেন এবং ঘন হয়ে
জমে কাতার বেঁধে দাঁড়ান।” (মুসলিম, সহীহ ৪৩০, আবূদাঊদ, সুনান ৬৬১,
মিশকাত ১০৯১নং)
প্রকাশ থাকে যে, ঘন করে দাঁড়ানোর অর্থ এই নয়
যে, পরস্পর ঠেলাঠেলি ও চাপাচাপি করে দাঁড়াতে হবে। বরং এইরুপ
দাঁড়ানোতে নামাযের একাগ্রতা ও বিনয় নষ্ট হতে পারে। অতএব যাতে পায়ে পা এবং বাহুতে
বাহু স্বাভাবিকভাবে লেগে থাকে তারই চেষ্টা করতে হবে। আর তার জন্য যতটুকু দরকার
ততটুকুই পা ফাঁক করে দাঁড়াতে হবে।
প্রচলিত মসজিদগুলো অজ্ঞতার কারণে এই আমলটা বাদ দিয়েছে, না
করার কোন দলিল নেই।
প্রশ্নঃ dhorun kono Meyer family islamic BT oto ta noy.kintu
shei ghorer kono meye dhormer pothe Chole.dhormo onujai ekjon ekjon Islamic
mind er chele asha korche kintu family jodi omon kao gurutto deyna
.shei khetre oi meye ki korbe? r gurutto purno question jeta
Meyer baba jibito kintu kichu karon boshoto baba tader shathe r nei.
উত্তরঃ আল্লাহর কাছে দুয়া করবে এবং যথাসম্ভব বাসার লোকদেরকে
বোঝাবে। অযোগ্য বা গুরুতর প্রবলেম এমন ছেলে হলে আপত্তি করবে। মেয়ের সম্মতি ছাড়া
বিয়ে হয়না।
বাবা দায়িত্ব না নিলে, তার দাদা হবে মেয়ের ওয়ালী।
প্রশ্নঃ আমাকে এক মুরব্বী আজ বলল যে বাংলাদেশের জৈনপুরীর যে
হুজুর তারা নাকি সঠিক ?
উত্তরঃ জৈনপুরীর ছেলে, যার পরবর্তীতে #পীর হওয়ার কথা সে সহীহ আকিদার দাওয়াত গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ।
জৈনপুরী পীর সাহেব মিজান বিন আব্দুল আজিজ হেদায়েত
পেলেন........ https://www.youtube.com/watch?v=mzQ6ojmIQSI
প্রশ্নঃ viaa dorun amar
asorer namaj kono karone sute gese.amake ki seta magriber agge aoboshshoy pore
nite hobe.naki magriber pore porleo cholbe.ami masjide giea jodi dekhi magriber
jamat shuru hochche ba cholse ami ki agge asor pore nibo naki magriber jamate
shamil hobo tarpor asor porbo.
উত্তরঃ জামাত হলে জামাত ধরতে পারেন, জামাতে
মাগরিব পড়ে এর পর আসর পড়ে নিলেন। আর জামাত না হলে সিরিয়ালি ওয়াক্ত অনুযায়ী পড়তে
হবে
না, জায়েজ নয়।পর পুরষের সামনে নারীদের চেহারা
তাদের আওড়াহর অন্তর্ভুক্ত। এই লেখাগুলো দেখুন -
নারীদের জন্য নেকাব পড়া কি ফরয/ওয়াজিব?
https://www.facebook.com/photo.php?fbid=665430966822987&set=pb.125167817515974.-2207520000.1385186830.&type=3&src=https%3A%2F%2Fscontent-a-lga.xx.fbcdn.net%2Fhphotos-ash3%2F1452179_665430966822987_238369927_n.jpg&size=492%2C831
নেকাব ফরয হওয়ার বিরোধীদের যুক্তি ও তার খন্ডনঃ পর্ব ১
https://www.facebook.com/photo.php?fbid=665878666778217&set=pb.125167817515974.-2207520000.1385186830.&type=3&src=https%3A%2F%2Fscontent-b-lga.xx.fbcdn.net%2Fhphotos-frc1%2F575767_665878666778217_823815286_n.jpg&size=844%2C260