সোমবার, ৫ জানুয়ারী, ২০১৫

উলিল আলবাব

আসুন, আজকে আমরা ক্বুরান মাজীদের একটি আয়াত ও তার সহজ-সরল তর্জমা শিখিঃ

أَعـوذُ بِاللهِ مِنَ الشَّيْـطانِ الرَّجيـم
বিতাড়িত শয়তানের কুমন্ত্রনা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি ।

فَبَشِّرْ عِبَادِ

উচ্চারণঃ ফাবাশশির ইবাদি,

অর্থঃ অতএব, আমার বান্দাদেরকে সুসংবাদ দিন।

الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ أُوْلَئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ وَأُوْلَئِكَ هُمْ أُوْلُوا الْأَلْبَابِ

উচ্চারণঃ আল্লাযিনা ইয়াসতামিউনাল ক্বাওলা ফা ইয়ত্তাবিউনা আহসানা, উলাইকাল্লাযিনা হাদা হুমুল্লাহ, ওয়া উলাইকা হুম উলিল আলবাব। 

অর্থঃ (আমার সেই সমস্ত বান্দাদের জন্যে সুসংবাদ), যারা মনোযোগ সহকারে কথা শুনে, অতঃপর তারা মাঝে যা উত্তম, তার অনুসরণ করে। আল্লাহ তাদেরকেই সৎপথ প্রদর্শন করেন এবং তারাই হচ্ছে সত্যিকারের বুদ্ধিমান।
সুরা আয-যুমারঃ ১৭-১৮।


আল্লাহ্‌ আমাদেরকে সেই সমস্ত #উলিল_আলবাবদের মাঝে অন্তর্ভুক্ত করুন, আমিন।