বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০১৫

ইসলাম স্বীকৃত নারীর অধিকার [পর্ব-১]

ইসলাম স্বীকৃত নারীর অধিকার  [পর্ব-১]
স্বামীর বাবা-মা, ভাই বোন বা শ্বশুড়বাড়ির লোকজনের সেবা-যত্ন করা, তাদের হুকুমের গোলাম হয়ে থাকা স্ত্রীর জন্য ফরয বা ওয়াজিব কিছুইনা। সুতরাং স্ত্রীকে শ্বশুড় বাড়ির লোকজনের দাসীর মতো খাটানোর অধিকার কারো নেই, যে এই কাজ করবে সে জালেম, সে একজন অত্যাচারী।
তবে কেউ যদি নিজ থেকে স্বামীর বাবা-মায়ের সেবা যত্ন করে তাহলে সে এর জন্য সওয়াব পাবে, কিন্তু এটা তার জন্য ফরয নয়। স্ত্রীর জন্য ফরয হচ্ছে তার স্বামীর বাবা-মায়ের সাথে সুসম্পর্ক রাখা, বেড়াতে আসলে মেহমান হিসেবে তাদের আদর-আপ্যায়ন করা। স্বামীর বাবা-মায়ের সেবা-যত্ন করা স্বামীর জন্য ফরয, স্ত্রীর জন্য ফরয নয়।
বাঙ্গালী অজ্ঞ সমাজের পরিবারগুলোতে ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা আছে। অপদার্থ টাইপের লোকগুলো মনে করে, স্ত্রী হচ্ছে দাসী-বান্দীর মতো, বিনা পারিশ্রমিকের চাকর! শ্বশুড়-শ্বাশুড়ির মন যুগিয়ে চলতে পারলেই বুঝি নারী-জীবনের স্বার্থকতা!! এইরকম জাহেলী মনোভাব থেকে মুসলমানদেরকে বেড়িয়ে আসতে হবে।