ঈমানদার, মুসলিম ভাই ও
বোনদের জন্য আমরা কি দুয়া করবো?
রাসুলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
“যদি কোন মুসলমান ব্যক্তির কাছে দান করার মতো কোনকিছু না থাকে তাহলে
সে যেন দুয়া করার সময় বলে,
আল্লাহুম্মা সাল্লি আ’লা নাবিয়্যিনা
মুহা’ম্মাদ ওয়া সাল্লি আ’লাল মু’মিনিনা
ওয়াল মু’মিনাত, ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।
অর্থঃ হে আল্লাহ! তুমি
তোমার বান্দা ও রাসুল মুহাম্মাদের প্রতি রহম কর এবং ঈমানদার নারী ও পুরুষ এবং
মুসলমান নারী ও পুরুষের প্রতি রহম কর।
এইভাবে দুয়া করলে, সেটা
তার জন্য যাকাত স্বরূপ হবে।”
আল-আদাবুল মুফরাদ,
হাদীস নং- ৬৪৪।
+++আল-আদাবুল মুফরাদ
হচ্ছে ইমাম বুখারীর সংকলন করা অন্য একটি বিখ্যাত হাদীসের কিতাব যা বাংলাদেশ ইসলামী
ফাউন্ডেশান ও অন্যান্য প্রকাশনী থেকেও অনুবাদ করে ছাপানো হয়েছে। সাধারণ মানুষদের
জন্য খুব উপকারী এই হাদীসের কিতাবটি আপনারা অবশ্যই কিনে পড়বেন। সর্বমোট ১৩৪০টা র
মতো হাদীস আছে একটি মাত্র খন্ডে, দাম হয়তোবা ৩০০টাকার মতো। অনেক গুরুত্বপূর্ণ
হাদীস আছে যা পড়লে হৃদয় নরম হবে, ইসলামের প্রতি, ঈমানের প্রতি আগ্রহ সৃষ্টি হবে ইন
শা’ আল্লাহ।
ডাউনলোড লিংক –
http://preachingauthenticislaminbangla.blogspot.com/p/blog-page_9.html