রবিবার, ৪ জানুয়ারী, ২০১৫

ঈমান নিয়ে ফেতনা?

ঈমান নিয়ে ফেতনা?

কেয়ামতের পূর্বে, কোন ব্যক্তি ফেতনায় পড়ে সকাল বেলা ঈমানদার থাকলে সন্ধ্যা বেলা কাফের হয়ে যাবে, কেউ সন্ধ্যা বেলা ঈমানদার থাকলে ভোর না হতেই কাফের হয়ে যাবে।

নবী করীম সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
আঁধার রাতের অবিরাম খন্ডের মত কৃষ্ণ-কালো ফেতনা আবর্তিত হওয়ার পূর্বেই তোমরা দ্রুত নেক কাজে মনোনিবেশ কর। (এমন একটা সময় আসবে যখন) মানুষ সকাল বেলা মুমিন কিন্তু বিকেল বেলা সে হবে কাফের। আবার
কেউ সন্ধ্যা বেলা মুমিন হবে তো সকাল বেলা হবে কাফের। দুনিয়াবি সামান্য স্বার্থের বিনিময়ে সে দ্বীনকে বিক্রি করে ফেলবে। [সহীহ মুসলীম]

একটা ছেলে, ইন্টারনেটে মুসলমান হিসেবে অনেকের কাছেই পরিচিত, বেশ কিছু ভাই তার সাথে দেখাও করেছেন, দাঁড়ি লম্বা করেছে, কিছু দাওয়াতী কাজও করে...এমন একজন সম্পর্কে খারাপ কোন ধারণা আসেনা, যদিও কম-বেশি ভালো মন্দ আমাদের সকলেই মাঝেই থাকে। এমন কোন মুসলমানের কথা যদি শুনেন, সে ঈমানহারা হয়ে মুর্তাদ হয়ে গেছে, দাঁড়ি কেটে ফেলেছে, স্বাভাবিকভাবেই আত্মাটা কেপে উঠবে। [লা হাউলা ওয়ালা ক্বুওয়্যাতা ইল্লা বিল্লাহ]

এমনইটাই ঘটেছে সম্প্রতি ইউএসএ তে অবস্থিত একজনের, MuslimVlogGuy নামে যে একটা ইউটিউব চ্যানেল চালাতো। অনেকেই তাকে নিয়ে পোস্ট দিয়েছেন, নেট থেকে সংগ্রহ করা তার উপরে একটা পোস্ট নিচে শেয়ার করা হলো।

ইতিঃপূর্বে ডা. মুহাম্মাদ আবু বকর জাকারিয়ার কাছ থেকে এমন একটা ঘটনা শুনেছিলাম, ছাত্রজীবনে তার এক সহপাঠি, যেকিনা মোটামুটি সহীহ আকিদার উপরেই ছিলো, সে কাদিয়ানি হয়ে গিয়েছিলো। প্রথমে এমনিতেই আগ্রহ নিয়ে তাদের মারকাজে গিয়েছিলো তাদের সম্পর্কে জানার জন্য। আস্তে আস্তে তারা ভালো ব্যবহার করে আর উল্টা-পাল্টা বুঝিয়েছে তাকে মুর্তাদ বানায়, নাউযুবিল্লাহি মিন যালিক। 

ATTENTION - SPREAD THIS MESSAGE

Salâmu 'Alaykum.

Do any of you brothers remember the brother behind the youtube channel (MuslimVlogGuy)?

Its just come to my attention that this brother who used be firm upon Salafiyyāh has become a "lost soul" - which is how he describes himself. He says the extremist "Madkhalis" did that to him.
Also hes STILL THINKING about renewing his Shahadāh.

This brother whose actual name is (if i remember correctly) Akib Sirkhaan. He obviously felt isolated.

We need to help this brother and bring him back to the Haqq. I have never ever spoken to him so for me to go and talk to him would make him run away.
Is there any brother on my Facebook (or someone reading this post and not on my fb) who has had contact with him in the past?
Please please talk to Akib. It is our responsibility to show him the love and concern we have for him. He has fallen, lets aid him in standing up again.

By Allāh, this is serious! Im from the UK and can not visit him. Akib is from Orlando, USA. The American brothers need to visit him if they are able to. Get in contact with him. Make him feel that we Salafis are a united body across the globe and he doesn't need to feel isolated.

We ask Allāh to guide us and him. Aameen.

Collected from brother Abū Talhāh Uthmān