রবিবার, ৪ জানুয়ারী, ২০১৫

রিয়ার শির্ক নিয়ে প্রশ্ন -

রিয়ার শির্ক নিয়ে প্রশ্ন -

প্রশ্নঃ আসসালামু আলাইকুম।
প্রকাশ্যে দানের প্রসঙ্গে একটা প্রশ্নঃ আয়াত অনুযায়ী প্রকাশ্যে দান করা যাবে (অর্থাৎ মানুষের দৃষ্টিগোচর হলে সমস্যা নাই)। কিন্তু আবার বলা আছে, এমন ভাবে দান করতে হবে যেন ডান হাত দান করলে বাম হাত না জানে। এই ব্যাপার ক্লিয়ার করলে ভালো হয়।
আরেকটি বিষয়, অনেক সময় প্রকাশ্য দান বা আমলের ক্ষেত্রে নিজের অনিচ্ছায় বিন্দুপরিমান হলেও মনে রিয়া সৃষ্টি হয় এবং অপরাধবোধ জাগে। এই ক্ষেত্রে কি ঐ আমল বা দান থেকে বিরত থাকতে হবে, যেহেতু রিয়া এক প্রকার শিরকের মধ্যে পরে যায়?

উত্তরঃ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

দান গোপনে করা উত্তম ও রিয়া নিরাপদ, তবে গোপনে করা সম্ভব না হলে প্রকাশ্যেও করা যাবে। আর রিয়ার ভয় হলে যেকোন আমল করার পূর্বে ইখলাসকে ঠিক করে নিতে হবে, মানুষে দেখলে দেখুক কিন্তু আমি করছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশা নিয়ে সেই কাজটা করতে হবে। শয়তান মনে রিয়ার ওয়াওয়াসা দিবে, সেই ভয়ে আমল পরিত্যাগ করা যাবেনা। ইখলাস নিয়ে আমল করতে হবে।