শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০১৫

#ধৈর্য_ঈমানের_অর্ধেক

আল্লাহ্‌ যাকে ভালোবাসেন তাকে বিপদে ফেলে পরীক্ষা করেন। ঈমানদারেরা এমন বিপদে ঈমানীশক্তির বলে ধৈর্য ধারণ করে টিকে থাকে। বিনিময়ে আল্লাহ্‌ তাদেরকে জান্নাত ও অশেষ পুরষ্কার দান করেন। আর মুনাফেক কিংবা আল্লাহ্‌ ও পরকাল সম্পর্কে সন্দেহ পোষণকারীরা দুঃখ-কষ্ট ও বিপদে ধৈর্য হারিয়ে ফেলে, আল্লাহ্‌ ও তাক্বদীর সম্পর্কে খারাপ ধারণা করে, কুফুরী করে, নাউযুবিল্লাহ।