“ইসলাম পৃথিবীর বুকে সূর্যের মত, যা কখনো পুরোপুরি হারিয়ে যায় না।
ইসলাম যদি কখনো কোন স্থানে অস্তমিত হয়, তাহলে অন্য আরেকটি স্থানকে আলোকিত করে
জেগে উঠে।”
- শায়খ বিন বাজ (রহঃ)।
আবদুল আজিজ বিন
আব্দুল্লাহ বিন বায রাহিমাহুল্লাহ (জন্মঃ ১৯১০, মৃত্যুঃ ১৯৯৯), যিনি “শায়খ
বিন বাজ” নামেই বেশি পরিচিত ছিলেন, তিনি ছিলেন বিগত শতাব্দীতে ‘আহলে
সুন্নাত ওয়াল জামআতের’ একজন #ইমাম, ক্বুরান ও সুন্নাহর মুহাক্কিক আলেম, যুগশ্রেষ্ঠ ফকীহদের
মাঝে অন্যতম।
শায়খ বিন বাজ রহঃ এর
শিরক-বিদাতমুক্ত তাওহীদের দাওয়াত, ক্বুরান ও সুন্নাহ ভিত্তিক ইসলামের বিশুদ্ধ
দাওয়াত ও তাবলীগ সারা বিশ্বের অগণিত মুসলিমদের জন্য অনুপ্রেরণার উৎস। শায়খের নাম
শোনার পর থেকে একসময় আমার স্বপ্ন ছিলো, জীবনে অন্তত একবার যেনো তাঁর সাথে দেখা
করতে পারি। অবশ্য পরে জানতে পারি তিনি কয়েক বছর আগেই মৃত্যু বরণ করেছেন। আল্লাহ্
সুবহা’নাহু তাআ’লা তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন।