শরী‘আতের
পরিভাষায় মুনাফিকী :
ভালকে প্রকাশ করা এবং
মন্দকে গোপন রাখার নাম মুনাফিকী। ইবনু জুরাইজ বলেছেন, মুনাফিক সেই যার কথা তার
কাজের, গোপনীয়তা প্রকাশ্যতার, ভেতর বাহিরের এবং বাহ্যিকতা অদৃশ্যমানতার বিপরীত।
মুনাফিকীর প্রকারভেদ :
বড় মুনাফিকী (نفاق أكبر) ও
ছোট মুনাফিকী (نفاق أصغر)।
বাংলা ভাষায় ‘মুনাফিক’ শব্দটির
অর্থ কপট, ভন্ড, দ্বিমুখী নীতি বিশিষ্ট, শঠ, প্রবঞ্চক, সত্য গোপনকারী ইত্যাদি এবং মুনাফিকী
অর্থ প্রতারণা, শঠতা, কপটাচার, ভন্ডামি ইত্যাদি (বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান,
পৃঃ ৯৯২)।