হাদীসের বাণী...
রাসুল
সাল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
১. তিনটি জিনিস
গুনাহ মাফ করে,
২. তিনটি জিনিস
মর্যাদা বৃদ্ধি করে,
৩. তিনটি জিনিস
নাজাত দেয়,
৪. আর তিনটি
জিনিস ধ্বংস করে।
১. যে তিনটি
জিনিস গুনাহ মাফ করে তা হচ্ছেঃ
ক. প্রচণ্ড শীতে
নিখুঁতভাবে ওযু করা,
খ. এক সলাতের পর
পরবর্তী সলাতের জন্য অপেক্ষায় থাকা এবং
গ. সালাতের জন্য
জামাআ’তে গমন করা।
২. যে তিনটি
জিনিস মর্যাদা বৃদ্ধি করে তা হলঃ
ক. (ক্ষুধার্তকে)
খাদ্য খাওয়ানো,
খ. বেশি বেশি
সালামের প্রচলন করা এবং
গ. রাতে সবাই
যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করা।
৩. যে তিনটি
জিনিস নাজাত দেয় তা হলঃ
ক. (ব্যক্তিগত)
ক্রোধ বা সন্তুষ্টি উভয় অবস্থায় ন্যায় বিচার করা,
খ. দারিদ্র ও
প্রাচুর্য উভয় অবস্থায় মধ্যম জীবন যাপন করা এবং
গ. গোপন ও
প্রকাশ্য উভয় অবস্থায় আল্লাহকে ভয় করা।
৪. আর যে তিনটি
জিনিস ধ্বংস করে তা হলঃ
ক. কৃপণতার নীতি
অনুসরণ করা,
খ. প্রবৃত্তির
খেয়াল খুশি মত চলা এবং
গ. অহঙ্কার করা।
[সহীহ আত তারগীব
ওয়াত তারহীব, হাদীস নাম্বার ৪৫০, হাদীসটি হাসান]