ঈমানী দুর্বলতাঃ
=>
বিয়ের জন্য ছেলেকে ধার্মিক হতে হবে, কিন্তু দাঁড়ি রাখতে পারবেনা। ব্যংকে চাকরি করলেও কোন সমস্যা নাই!
=>
বিয়ের জন্য মেয়েকে ধার্মিক হতে হবে। আবার মেয়েকে উচ্চ
শিক্ষিত,
আধুনিক স্টাইলিশ, সুন্দরীও হতে
হবে। মেয়েকে অবশ্যই বোরখা পড়তে হবে কিন্তু, নিজে দাঁড়ি
রাখবেনা।
মহান আল্লাহ তাআ’লা বলেন,
“হে ঈমানদারগন! তোমরা পরিপূর্ণভাবে
ইসলামের মধ্যে প্রবেশ করো এবং শয়তানের পদাংক অনুসরণ করোনা। নিশ্চিতরূপে সে
তোমাদের প্রকাশ্য শত্রু।”
সুরা আল-বাক্বারাহঃ ২০৮।
মহান আল্লাহ তাআ’লা আরো বলেছেন,
“হে ঈমানদারগণ! তোমরা ঠিক তেমনিভাবে
আল্লাহকে ভয় করতে থাক যেমনভাবে তাঁকে ভয় করা উচিৎ। আর অবশ্যই তোমরা মুসলমান না হয়ে
মৃত্যুবরণ করোনা।”
সুরা আলে ইমরানঃ ১০২।
মহান আল্লাহ তাআ’লা আরো বলেছেন,
“(হে নবী! আপনি বলুন) আমরা আল্লাহর রং গ্রহণ করেছি। আল্লাহর রং এর
চাইতে উত্তম রং আর কি হতে পারে? আর আমরা শুধুমাত্র
তাঁর ইবাদত করি।”
সুরা আল-বাক্বারাহঃ ১৩৮।
মহান আল্লাহ তাআ’লা আরো বলেছেন,
“তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে
অন্য দ্বীন তালাশ করছে? অথচ আসমান ও যমীনে যা কিছু রয়েছে স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, সবকিছু তাঁরই অনুগত এবং তাঁর দিকেই ফিরে
যাবে।”
সুরা আলে ইমরানঃ ৮৩।