রবিবার, ৩০ নভেম্বর, ২০১৪

যারা বলে প্রেম পবিত্র.....

যারা বলে প্রেম পবিত্র.....

পবিত্র কথাটা যেখানে সেখানে ব্যবহার করবেন না, কোনটা পবিত্র কোনটা খবিস বা অপবিত্র সেটা নির্ধারণ করেন আল্লাহ। আর বিয়ে বহির্ভূত প্রেম, পরকীয়াকে পবিত্র মনে করে বৈষ্ণব ধর্মের অনুসারী বিকৃত রুচির লোকেরা। এইগুলো কোন মুসলমানের কথানা। যৌন বিকৃতির এই লোকগুলোই মুসলমানদের মাঝে ইউসুফ-জোলেখা নাম দিয়ে সম্মানিত নবীর নামে প্রেমের জঘন্য মিথ্যা অপবাদ দিয়েছে। মিশরের বাদশাহর স্ত্রী ছিলো চরিত্রহীনা নারী, যে ইউসুফ আঃ এর রূপে মুগ্ধ হয়ে তাকে জিনার জন্য আহবান করেছিল। আল্লাহ তার সম্মানিত নবীকে এই নোংরামি থেকে হেফাজত রাখেন।


ইউসুফ আঃ এর নামে প্রেমের কাহিনী রটনা করা কুফুরী, নাউযুবিল্লাহি মিন যালিক। নারী পুরুষের মাঝে প্রেমের উতস হচ্ছে কাম, এই কথাকে যে অস্বীকার করে সে হয় অপ্রাপ্তবয়ষ্ক অথবা শয়তান তারর ব্রেইন ওয়াশ করেছে। প্রেম যদি বিয়ের মাধ্যমে হয়, সেটা জায়েজ এবং ভালো। আর বিয়ে বহির্ভূত হলে সেটা শয়তানের মায়াজাল, হারাম এবং মানুষের অনেক দুর্ভাগ্যের কারণ।