যারা অত্যাধিক
হাসি-ঠাট্টা করে, আসলে তাদের অন্তরটা মৃত। তাদের থেকে
সাবধান এদের মৃত/রুগ্ন অন্তরের প্রভাব আপনার উপরেও পড়তে পারে। রাসুল সাঃ বলেছেন,
“তোমরা
অধিক হাসি-তামাশা করোনা, কারণ সেটা অন্তরকে মেরে ফেলে।”
বিয়ে-বহির্ভূত
প্রেম-ভালোবাসা সম্পূর্ণ নিষিদ্ধ। মানুষ প্রেমে পড়ে পরপুরুষ বা পরনারীর প্রতি
কামনা সহকারে দৃষ্টিপাতের মাধ্যমে এবং তাকে ঘিরে জল্পনা-কল্পনা করার কারণে। একারণে
অবৈধ দৃষ্টিপাতকে শয়তানের তীর বলা হয়েছে, যার দ্বারা শয়তান অপরিণত
অন্তরগুলোকে কবজা করে। বারবার কারো চেহারার দিকে তাকানোর মাধ্যমে তার ছবিটা অন্তরে
ক্যামেরার ছবির মতো জমা হয়ে তার প্রতি অনিয়ন্ত্রিত আবেগের জন্ম হয়। এজন্য ইসলাম
পুরুষ ও নারীদেরকে পরনারী অথবা পরপুরুষের প্রতি দৃষ্টি অবনত রাখতে আদেশ করেছে এবং পরপুরুষের
সামনে নারীদের চেহারা ঢেকে রাখা ওয়াজিব করেছে। রাসুল সাঃ বলেছেন, “দুজন মানুষের প্রেমের জন্য বিয়ের চাইতে
উত্তম অন্য কোন উপায় নেই।”