প্রশ্নঃ আমার ঘরে আয়াত উল কুরসী টাঙ্গানো আছে। এতে কোন সমস্যা
হবে কি?
উত্তরঃ আয়াতুল কুরসী ঘরে, গাড়িতে বা অফিসে ঝুলাতে বলা
হয় নাই, সুন্নাহ অনুযায়ী (প্রত্যেক ফরয নামাযের পরে, সকাল-সন্ধ্যায়, ঘুমানোর পূর্বে) পড়তে আদেশ করা
হয়েছে। কুরান পাঠ করার ও আমল করার জিনিস, কুরান দিয়ে ঘর
সাজানো বা প্রদর্শন করার জিনিস না! আল্লাহ আমাদের বোঝার তোওফিক দান করুন, আমিন।
***আপনারা কি প্রয়োজনীয় লেখাগুলো শেয়ার করেন? এটা
দাওয়াত, ব্যবসা বা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। ইং শা আল্লাহ
এইগুলো হচ্ছে ফি সাবিলিল্লাহ। সুতরাং নির্দ্বিধায় কপি-পেস্ট করুন, আর ক্বুরান, হাদীস অথবা উপকারী জ্ঞানের কথা মানুষের
মাঝে পৌঁছে দিয়ে দাওয়াতী কাজে শরীক হন। নিজে সওয়াব অর্জন করুন ও বন্ধুদেরকেও ইসলাম
জানার সুযোগ করে দিন।