রবিবার, ৩০ নভেম্বর, ২০১৪

প্রশ্নঃ নামাজের সিজদাতে বা তাশাহুদে বাংলায় দোয়া পড়া যাবে?

প্রশ্নঃ নামাজের সিজদাতে বা তাশাহুদে বাংলায় দোয়া পড়া যাবে?

উত্তরঃ আরবীতে দুয়া না জানলে, নফল-সুন্নত নামাযে বাংলা বা অন্য ভাষাতে দুয়া করা যাবে। তবে উত্তম হচ্ছে আরবীতে সুন্নতী কয়েকটি দুয়া মুখস্থ করে সেইগুলো দিয়ে দুয়া করা। আপনারা হিসনুল মুসলিম বইয়ে অনেক সহীহ দুয়া পাবেন, বা ক্বুরানের দুয়াগুলো মুখস্থ করে অর্থসহ বুঝে নামাযের সিজদাতে ও সালাম ফেরানোর পূর্বে দুয়া করতে পারেন।