সোমবার, ১ ডিসেম্বর, ২০১৪

রাসূল (ছাঃ) কি নূরের না মাটির তৈরী?

প্রশ্নঃ রাসূল (ছাঃ) কি নূরের না মাটির তৈরী? তিনি যে নূরের তৈরী সূরা মায়েদার ১৫নং আয়াত কি তার প্রমাণ নয়? বিস্তারিত জানতে চাই।
উত্তরঃ রাসূলুল্লাহ (ছাঃ) মাটির তৈরী মানুষ ছিলেন; নূরের তৈরী নন। আল্লাহ বলেন, (হে নবী!) তুমি বলে দাও, নিশ্চয়ই আমি তোমাদের মতই একজন মানুষ মাত্র। (তোমাদের সাথে আমার পার্থক্য হচ্ছে) আমার নিকট ওয়াহি করা হয় ... (সুরা কাহফঃ ১১০)।

এটা কেবল আমাদের নবীই নন, বরং বিগত সকল নবীই স্ব স্ব জাতির উদ্দেশ্যে একথা বলেছিলেন, নিশ্চয়ই আমরা তোমাদের মত মানুষ মাত্র। (সুরা ইবরাহীমঃ ১১)।

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, আমি তো একজন মানুষ। আমিও তোমাদের মত ভুলে যাই। সুতরাং আমি (ছালাতে কিছু) ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিয়ো। [বুখারী হা/৪০১; মুসলিম হা/৫৭২; মিশকাত হা/১০১৬ সিজদায়ে সহো অনুচ্ছেদ]

তিনি বলেন, আমি একজন মানুষ। আমি তোমাদের দ্বীনের ব্যাপারে কোন কিছু আদেশ করলে তা গ্রহণ করবে। আর নিজস্ব রায় থেকে কিছু বললে আমি একজন মানুষ মাত্র। অর্থাৎ সে ক্ষেত্রে আমার ভুলও হতে পারে [মুসলিম হা/২৩৬৫, মিশকাত হা/১৪৭]

বস্ত্ততঃ ফেরেশতারা হল নূরের তৈরী, জিনেরা আগুনের তৈরী এবং মানুষ হল মাটির তৈরী মুসলিম হা/২৯৯৬; মিশকাত হা/৫৭০১; মুমিনূন ২৩/১২, আনআম ৬/২)।

উল্লেখ্য যে, রাসূল (ছাঃ) নূরের তৈরী ছিলেন মর্মে সমাজে কিছু হাদীছ প্রচলিত রয়েছে। যেমন আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেন - এ মর্মে বর্ণিত সব বর্ণনাই জাল (আজলূনী, কাশফুল খাফা হা/৮২৭; ছহীহাহ হা/৪৫৮-এর আলোচনা দ্রষ্টব্য)।
সূরা মায়েদাহ ১৫ আয়াতে বলা হয়েছে,
قَدْ جَاءَكُمْ مِنَ اللهِ نُوْرٌ وَكِتَابٌ مُبِيْنٌ
তোমাদের কাছে এসেছে একটি জ্যোতি এবং একটি সমুজ্জ্বল গ্রন্থ
উক্ত আয়াতে নূর বা জ্যোতি দ্বারা কুরআনকে বুঝানো হয়েছে। অর্থাৎ কুরআন শিরকের অন্ধকার হতে মানুষকে তাওহীদের আলোর পথে বের করে আনে। এখানে ওয়া কিতাবুম মুবীন (وَكتابٌ مبيْنٌ) তার পূর্ববর্তী নূর (نُوْرٌ) -এর উপর عطف بيان হয়েছে। অর্থাৎ আল্লাহ বলছেন, তোমাদের কাছে আল্লাহর নিকট থেকে এসেছে একটি জ্যোতি ও সমুজ্জ্বল গ্রন্থ
যেমন ইতিপূর্বে সূরা নিসা ১৭৪-৭৫ আয়াতে بُرْهَانٌنُوْرًا مُبِيْنًا বলে কুরআনকে বুঝানো হয়েছে। অমনিভাবে সূরা আরাফ ১৫৭ আয়াতের কুরআনকে নূর বলা হয়েছে।
উক্ত আয়াতের তাফসীরে নূর-এর ব্যাখ্যায় যাজ্জাজ বলেন, এখানে মুহাম্মাদ (ছাঃ)-কে বুঝানো হয়েছে (কুরতূবী)।
যদি সেটাই ধরে নেওয়া হয়, তাহলেও এর অর্থ এই নয় যে, মুহাম্মাদ (ছাঃ) নূরের তৈরী ছিলেন। কারণ কুরআনেই বলা হয়েছে যে, তিনি তোমাদের মত মানুষ ছিলেন (কাহফ ১৮/১১০)।
আর মানুষ বলেই তো তিনি পিতা-মাতার সন্তান ছিলেন এবং সন্তানের পিতা ছিলেন। তিনি খানা-পিনা ও বাজার-ঘাট করতেন। অতএব রাসূল (ছাঃ) যে মাটির তৈরী মানুষ ছিলেন, এতে কোন সন্দেহের অবকাশ নেই।
আত-তাহরীক, ডিসেম্বর,২০১৪, প্রশ্ন (২১/১০১)

See more at: http://at-tahreek.com/december2014/question.html