শনিবার, ১৩ ডিসেম্বর, ২০১৪

“উম্মতের মতবিরোধ রহমত” - একটা মাযহাবি জাল হাদীস

উম্মতের মতবিরোধ রহমত - একটা মাযহাবি জাল হাদীস

আমাদের দেশের মুকাল্লেদ (অন্ধ অনুসারী) ভাইয়েরা একটা কথা প্রচার করেঃ আমার উম্মতের ইখতিলাফ (মতবিরোধ) আল্লাহর রহমতস্বরূপ। (নাউযুবিল্লাহ)

এই জাল হাদীস প্রমান হিসেবে পেশ করে অনেক মুকাল্লেদ আলেম(!) পাতার পর পাতা অপব্যখ্যাও লিখে ফেলেছেন! উদ্দেশ্য, মতবিরোধ করে মাযহাবি দলাদলিকে টিকিয়ে রাখা!!

অথচ তার একথাটাই জানে না যে, এটা নিছক একটা #জাল_হাদীস, যা ক্বুরান ও হাদীসের বিপরীত। শুধুমাত্র বোকা লোকেরা এই কথাটাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদীস নাম দিয়ে প্রচার করে, কিন্তু এই কথাটার কোন সহীহ সনদতো তো দূরের কথা, এমনকি কোন জয়ীফ সনদও নেই। উম্মতের মতবিরোধ আল্লাহর রহমত - এটা একেবারেই বানোয়াট এবং ইসলামের বিপরীত একটা কথা। রেফারেন্স দেখুন -
মোল্লা আলী ক্বারীঃ আস আসবার ৫১ পৃষ্ঠা,
সুয়ুতি জামে আলসগীর ১ম খন্ড ১৩ পৃষ্ঠা,
শায়খ আলবানিঃ যয়ীফাহ ১ম খন্ড ১১৩ পৃষ্ঠা
যয়ীফু জামিইয়ু ৩৪ পৃষ্ঠা।

স্বয়ং আল্লাহ তাআলা মতবিরোধকে আজাব হিসেবে উল্লেখ করে সেটাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ মতবিরোধ করা হারাম করেছেন এই আয়াতেঃ
তোমরা ঝগড়া ও মতবিরোধ করোনা, তাহলে তোমাদের শক্তি চলে যাবে এবং তোমরা দুর্বল হয়ে যাবে।
সুরা আনফালঃ ৪৬।

মতবিরোধ একটা আজাবঃ
আল্লাহর রহমতপ্রাপ্ত ব্যক্তি ছাড়া বাকি সবাই মতবিরোধ অব্যহত রেখেছ।
সুরা হুদঃ ১১৯।

যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে জাল হাদীস প্রচার করে, সে জাহান্নামী। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কেউ যদি আমার নামে মিথ্যা কথা প্রচার করে, তাহলে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। [বুখারী]


অথচ মাযহাবি ভাইয়েরা আজ পর্যন্ত বুক ফুলিয়ে এই জাল হাদীস প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে, আল্লাহু মুস্তায়ান!