মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০১৪

আমাদের ইবাদতগুলোর উদ্দেশ্য কি?

প্রশ্নঃ আমাদের ইবাদতগুলোর উদ্দেশ্য কি?
উত্তরঃ ইবাদতের উদ্দেশ্য হচ্ছে #তাক্বওয়া বা আল্লাহভীতি, আল্লাহ সম্পর্কে বান্দার অন্তরে ভয় ও সচেতনতা সৃষ্টি করা যার ফলে সে খাহেশাত বা প্রবৃত্তির গোলামী, শয়তানের প্রলোভন ও ধোকা, এবং যাবতীয় নিষিদ্ধ ও হারাম কাজ থেকে বেচে থাকতে পারে। তাক্বওয়াসম্পন্ন লোকদেরকে #মুত্তাক্বী বলা হয়, মুত্ত্বাকী ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবেনা।

তাক্বওয়া অর্জনের উপায় হচ্ছে -
১. ফরয-ওয়াজিব মেনে চলা
২. হারাম ও নিষিদ্ধ কাজ ত্যাগ করা
৩. হালাল উপার্জন
৪. সত্য কথা বলা
৫. বেহুদা কাজ বর্জন করে ইবাদতের দিকে মনোযোগী হওয়া

আল্লাহ আমাদেরকে তোওফিক দান করুন, আমিন।