শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪

আফগানিস্থানে নাস্তিকদের আক্রমন এবং কমিউনিজমের পতনঃ

আফগানিস্থানে নাস্তিকদের আক্রমন এবং কমিউনিজমের পতনঃ
১৯৭৮ সালে হাল্ক পার্টি নামে একটা সমাজতান্ত্রিক (কমিউনিস্ট), নাস্তিক্যবাদী দল আফগানিস্থানের ক্ষমতায় আসে। তাদের প্রতিবেশী তৎকালীন নাস্তিক্যবাদী দেশ সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার সহযোগিতায় তারা মুসলিম অধ্যুষিত একটি দেশকে সেকুলার শিক্ষা ও কমিউনিস্ট আইন প্রয়োগ করে #নাস্তিক_দেশে পরিণত করতে চেয়েছিলো। স্বভাবতই ধর্মপরায়ণ আফগানি মুসলিমরা নাস্তিকদের ইসলামকে ধ্বংস করার এই ষড়যন্ত্রকে মেনে নেয়নি, এবং রাশিয়ার দালাল নাস্তিক সরকারের বিরুদ্ধে #জিহাদ_ফি_সাবিলিল্লাহ ঘোষণা করে। সেই থেকে ইসলামের দুশমন নাস্তিকরা ১০ লক্ষের অধিক আফগান মুসলমানদের নির্দয়ভাবে হত্যা করে। মুসলমানদের দুঃখ ও কষ্টের সেই দীর্ঘ ইতিহাসের শেষ হয় ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে। এইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা দুর্বল মুসলমানদের উপরে চেপে বসা শক্তিশালী দুশমনদের পতনের মাধ্যমে মুসলমানদেরকে বিজয়ী করেছিলেন, ফা লিল্লাহিল হামদ। সেকুলার, কমিউনিস্টদের বিরুদ্ধে আফগান জিহাদের উপর একটা ডকুমেন্টারির লিংক -  


https://www.youtube.com/watch?v=FKlHa-J1vIQ