মুসাহাফা দুই হাতে না চার হাতে?
এখন
চারিদিকে বাপ-দাদা চোদ্দপুরুষ থেকে চলে আসা ইসলামী রিতীনিতীর রমরমা এবং স্বার্থের
জন্য ইসলামের প্রকৃত জ্ঞান গোপনকারী আ`লিমদের অন্ধ অনুসরণের মাধ্যমে সাধারণ মুসলিমদের মধ্যে বিভিন্ন
মসলামাসায়িল নিয়ে চলে তর্কবিতর্ক। অথচ ক্বুরআন ও হাদীসের দলীল খোঁজার চেষ্টা অন্ধ
অনুসারীরা করে না। অধিকাংশ এর দলেরা একে-অপোরের সাথে সালাম-কালাম এর পর উভয়েই
উভয়ের দু'টি হাত শক্ত করে ধরে মুসাফাহ করে থাকে। অথচ সহীহ
হাদীস থেকে তাদের নিকট দুজনার চার হাত মিলিয়ে মুসাফাহ করার কোনো দলীলই নেই। যারা
সহীহ হাদীসের অনুসারী তারা দুই ব্যক্তি একে অপরের সঙ্গে সাক্ষাতে উভয়েরই একটি করে
হাত দিয়ে মুসাফাহ করে থাকে। কিন্তু এতে আবার মাযহাবীরা তাদের এই বলে কটাক্ষ করে থাকে
যে; দুজনের একটা করে হাত বাড়িয়ে মুসাফাহ করা হচ্ছে
ইয়াহুদী-খৃষ্টানদের হান্ডসেফ করার মত; তাই তা করা যাবে না। এ
যেন চোরের মায়ের বড় গলা। ইসলামে দুই ঈদ ব্যতীত কোনো তিন নম্বর উৎসব নাবী(সাঃ) বা
সাহাবায়েকিরাম ও তাবেঈন কিংবা তাবা-তাবেঈনরা পালন করেছেন বলে তার প্রমাণই পাওয়া
যায় না।অথচ ঐ অভিযোগ যারা করে থাকে তারা ইয়াহুদী-খৃষ্টানদের অনুকরণে জন্মদিন পালন
করে থাকে নাবী দিবস উদযাপনের মাধ্যমে। তখন সেটা ওদের জন্য বৈধ হয়ে যায়।অথচ তা
প্রকাশ্য বিদ`আত ও অন্য সম্প্রদায়ের অনুকরণের মাধ্যমে
মহাপাপও বটে। আরো এমন অনেক কিছুই আছে যাতে তারা ইয়াহুদী-খৃষ্টানদোর অনুসরণ করে
থাকে। বিবাহশাদী থেকে শুরু করে সমস্ত বিষয়েয়ই তারা অন্যজাতের অনুসরণ করে আসছে।অথচ
তাদেরই মুখে বড় বড় বুলি। এখন আসা যাক মূল বিষয়ের দিকে। "মুসাফাহ" এর অর্থ হল "কর মর্দন"। আর কর বলা হয় হাতের
তালুকে। তাই মুসাফাহ হবে দুই ব্যক্তি একে-অপোরের হাতের তালুর এস্পর্শের মাধ্যমে।
সেটা যদি দুই ব্যক্তির দুই হাত করে বাড়িয়ে দেয় তাহোলে সেখানে হাতের পিঠের দিকও
এস্পর্শ হয়। আর তা কিন্তু "মুসাফাহ" শব্দের বিপরীত। মাযহাবীদের নিকট তো
দুই ব্যক্তির দুই হাত করে চার হাত মিলিয়ে মুসাফাহ করার কোনো দলীলই নেই। তারা মাত্র
একটা অজুহাত দেখিয়ে সত্যকে প্রত্যাক্ষাণ করে থাকে। তাদের নিকট প্রশ্ন যে;
"মুসলিমদের কোনো ভাল কালচার যদি ইয়াহুদী-খৃষ্টানরা অনুসরণ করে;
তাহোলে কি মুসলিমরা নিজেদের সুন্নাহকে তাদের বিরোধিতা করার জন্য
বর্জন করে দেবে নাকি?" হাদীস : ;নাবী(সাঃ)বলেছেন;
কোনো মুসলমান যদি পারস্পরিক সাক্ষাতের সময় দু`জন
দু`জনের হাত মিলাই তাহোলে তাদের "দুই হাত" পৃথক
হওয়ার পূর্বে তাদের পাপ ক্ষমা করে দেওয়া হয়। >তারগীব
হাদীস ৩৮৮৩; আবুহুরাইরাহ(রাঃ) বলেন; নাবী(সাঃ)বলেছেন;
যখন কোনো মু`মিন কোনো মু`মিন এর সাথে সাক্ষাৎ করে এবং তার "একটি হাতের মাধ্যমে" মুসাফাহ
করে তাহোলে তাদের পাপ ঝরে পড়ে; যেমন গাছের পাতা ঝরে পড়ে।
>তারগীব হাদীস ৩৫৮৫. উপোরক্ত দুটি হাদীস ও আরাবী ব্যাকারণ
অনুযায়ী মুসাফাহ একহাতে করাই হল সুন্নাত সম্মত।
Collected from
Shaeikh Mansur Muhammadi