বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০১৪

শিয়ারা কি খারাপ নাকি?

শিয়ারা কি খারাপ নাকি?
হাদীস শাস্ত্রের আমিরুল মুমিনুন, ইমাম বুখারী রহঃ বলেন
"(রাফেজীদের আকীদা এতো জঘন্য যে) আমার দৃষ্টিতে একজন রাফেজী শিয়ার পেছনে নামায পড়া আর একজন ইয়াহুদীর পেছনে নামায পড়ার মাঝে কোন পার্থক্য দেখতে পাচ্ছিনা।"
শিয়াদের অনেক ফেরকা যেমন - নুসাইরি (সিরিয়ার প্রেসিডেন্ট বাশার ও তার অনুসারী), ভারত পাকিস্থানের বোহরা, আগা খানি, ইমামিয়াসহ অনেকেই পরিষ্কার কাফের।
ইয়েমেনের জায়েদী শিয়াদের আকীদা অন্য শিয়া ফেরকা থেকে ভালো যদিও এদের মাঝে অনেক ভ্রান্ত বিশ্বাস আছে।
বর্তমানে সবচাইতে বেশি শিয়া হচ্ছে ইরানের রাফেজীরা। এদের কিছু শিরকি কুফুরী আকীদাঃ
১. তাদের ১২ ইমাম আল্লাহর সমান ক্ষমতাবান নাউযুবিল্লাহ
২. ক্বুরান সম্পূর্ণ ও দোষত্রুটি মুক্ত নয়, কুরানকে যে কামেল বা পূর্ণাংগ মনে করবে সে কাফের, নাউযুবিল্লাহ
৩. মা আয়িশাহ রাঃ যিনা করেছিল ও ৩ জন ছাড়া বাকি সব সাহাবা কাফের নাউযুবিল্লাহ
৪. কবর মাযার পূজা, অলি আওলিয়াদের কাছে দুয়া করা, তাদের কাছে বিপদে সাহায্য চাওয়া জায়েজ নাউযুবিল্লাহ
৫. কারবালার মর্যাদা কাবার চাইতে বেশি, কারবালা তাওয়াফ করলে ২টা হজ্জের সমআন নেকী নাউযুবিল্লাহ
বর্তমানে শিয়াদের যারা আয়াতুল্লাহ, ইমাম, আলেম যেমন খোমেনি, সিস্তানি, তিজানি এরা পরিষ্কার কাফের কারণ তারা জেনে বুঝে ক্বুরান এর কথাকে অস্বীকার করেছে। এরা মাজুসী বা অগ্নিপূজারীদের মতোই নিকৃষ্ট। কিন্তু যারা সাধারণ অনুসারী তাদেরকে কাফের ফতোয়া দেওয়া যাবেনা কারণ তারা অজ্ঞ। তাদেরকে আগে দাওয়াত দিতে হবে, শিরক কুফর বর্জন করতে উপদেশ দেওয়া হবে।
এবার চিন্তা করুন, এদেরকে যারা আদর্শ মনে করে তারা কতটুকু সহিহ?