বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪

"সিগারেট পুরুষত্ব নষ্ট করে।"

ক্যাপশন যুক্ত করুন
ব্রেকিং... 
"সিগারেট পুরুষত্ব নষ্ট করে।"

ওলামাদের মাঝে ইমাম ইবনে বাজ রহঃ, আল্লামাহ ইবনে উসায়মিন সহ অনেক ক্বুরান ও সুন্নাহর গবেষক আলেমরাই ফতোয়া দিয়েছেন - ইসলামি শরীয়াহ অনুযায়ী সিগারেট খাওয়া বা ধূমপান করা হারাম। কিছু মানুষ আছে আল্লাহ হারাম করেছেন তবুও এর নেশা ছাড়তে পারেনা। এবার তাদের জন্য আরেকটি দুঃসংবাদঃ "সিগারেট পুরুষত্ব নষ্ট করে।"

ছবিতে দেখুন, মার্লবোরো নামের দামি সিগারেট কোম্পানি আইন থাকার কারণে ক্ষতিকর এই জিনিসের কথা সিগারেটের প্যাকেটের গায়ে লিখে দিচ্ছে। অনেকে সরকারকে গালি দেয়, মানুষ যদি জেনেশুনে নিজের পকেট থেকে টাকা খরচ করে বিষ খায় তাহলে কে বড় ক্ষতিগ্রস্থ?

যেই সমস্ত ভাইয়েরা হারাম খেয়ে পাপ কামাই করে জাহান্নাম ও বিয়ের পরে বউয়ের কাছ থেকে তালাক পেতে না চান, তারা সিগারেটের বদভ্যাস ত্যাগ করুন। আর বোনেরা সিগারেটখোরদের বিয়ে করা থেকে সাবধান থাকুন।