বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪

নারী ও পুরুষদের পোশাক ও পর্দা নিয়ে একটি পোস্টঃ


নারী ও পুরুষদের পোশাক ও পর্দা নিয়ে একটি পোস্টঃ

++ বৃষ্টির দিন কাদামাটির ভয়ে টাখনুর উপরে কাপড় পড়া যায়, আল্লাহর ভয়ে সেই কাপড়টাকে টাখনুর উপরে উঠানো যায় না?
++ শীতের দিনে ঠান্ডার ভয়ে কাপড়ের বস্তার ভেতরে প্রবেশ করা যায়, জাহান্নামের আগুনের ভয়ে হিজাব-নিকাবের ভেতরে প্রবেশ করা যায়না?

হারাম ও পাপ কাজে ডুবে থেকে, নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে অল্প সময়ের দুনিয়া ভোগ করতে গিয়ে যারা পরকালকে ধ্বংস করে ফেলবে, জাহান্নামে গিয়ে তারা আফসোস করবে আর বলবেঃ
তারা (জাহান্নামবাসীরা) আরও বলবেঃ আমরা যদি (নবী রাসূলদের কথা) শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম, তাহলে আজকে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না।
সুরা আল-মুলকঃ ১০।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
কেয়ামতের দিন আল্লাহ তাআ'লা ৩ শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তাদেরকে পাপ থেকে মুক্ত করবেন না, এমনকি তাদের প্রতি তাকাবেন না।
১. টাখনুর নিচে কাপড় পরিধানকারী
২. উপকার করে খোটাদানকারী
৩. মিথ্যা কসম করে দ্রব্য বিক্রয়কারী
সহীহ মুসলিম।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
"নারীদের পুরোটাই হচ্ছে আওরাহ
ইবনে মাজাহ, হাদিসের সনদ সহীহ।

আল্লাহ তাআলা আমাদের অন্তরকে হেদায়েতের উপরে অটল রাখুন, আমাদের অন্তর থেকে যাবতীয় ব্যধি দূর করে দিন, আমিন।