রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪

শয়তান তার আওলিয়াদের কাছে ওয়াহী করে

!!! শয়তান তার আওলিয়াদের কাছে ওয়াহী করে !!!
আমাদের দেশের একশ্রেণীর মানুষ অলি-আওলিয়ার ধূয়া তুলে পীর-মুরিদীর বিনা পূজির বংশগত ব্যবসা বা মাযার নামক মরা মানুষের ব্যবসা করা জায়েজ - এনিয়ে তুমুল ঝগড়া বিবাদ করে।

কেউ যদি মাযার নিয়ে ব্যবসা করাকে, কবরে বা পীরকে সিজদা করাকে, মাযারের পীর সাহেবের কাছে দুনিয়াবী বা পরকালীন কোন কল্যান পাওয়ার জন্য দুয়া করাকে শিরক বলে, পীরদের ক্বুরান সুন্নাহ বিরোধী কথা বার্তা বা আমলের বিরোধীতা করে, পীর বা ওরসের মেলায় নাচ গানকে ভন্ডামি বলে, তাহলে ইয়াহুদী খ্রীস্টানদের দালাল, লা মাযহাবী, ওয়াহাবী সহ বিভন্ন আজেবাজে নামে ডাকে।

তবে এই ভন্ডদের একটা কথা কিন্তু ঠিক আছে, তারা যে অলি আওলিয়ার দাবী করে সেটা। তবে, তারা হচ্ছে আওলিয়া উস-শায়তান বা শয়তানের আওলিয়া, যেমনটা ক্বুরানে আল্লাহ বলেছেন,

নিশ্চয়ই শয়তান তার আওলিয়াদের (বন্ধুদের) কাছে ওয়াহী করে, তারা যেন তোমাদের সাথে তর্ক করে। সুতরাং (হে মুসলমানেরা সাবধান!) যদি তোমরা তাদের আনুগত্য করো, তাহলে তোমরাও মুশরেক হয়ে যাবে।”

সুরা আল-আনআমঃ ১২১।