শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪

ক্বুরান মাজীদে সবচেয়ে ছোট আয়াত কোনটি?

প্রশ্নঃ ক্বুরান মাজীদে সবচেয়ে ছোট আয়াত কোনটি? 
উত্তরঃ সুরা ত্বোয়া-হা (২০ নাম্বার সুরার) প্রথম আয়াতটি হচ্ছে ক্বুরান মাজীদের সবচেয়ে ছোট আয়াত।
طه
ত্বোয়া-হা।
২টি মাত্র হরফ, কিন্তু দীর্ঘ করে পড়তে হয়না।

কিছু ভুল উত্তরঃ

১. সূরা ইয়া সীন (৩৬ নাম্বার সুরার) এর প্রথম আয়াতঃ
يس
ইয়া-সীন। 
২টি মাত্র হরফ, কিন্তু দীর্ঘ করে পড়তে হয়। একারণে এটা طه থেকেও দীর্ঘ আয়াত হিসেবে বিবেচিত। 

২. সূরা বাকারার (২ নাম্বার সুরার) প্রথম আয়াতঃ
الم
আলিফ লাম মীম।    
৩টি হরফ, প্রতিটি হরফই ৩ আলিফ করে টেনে পড়তে হয়। এ কারণে এটা তুলনামূলক বড় আয়াত, ক্বারীদের তেলাওয়াত শুনলে বুঝতে পারবেন।

৩. সুরা ক্বলমের (৬৮ নাম্বার সুরার) প্রথম আয়াতঃ
ن وَالْقَلَمِ وَمَا يَسْطُرُونَ
নূন। শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে। 
নূন এর সাথে আরো একট পুরো বাক্য রয়েছে, আর নূন পড়তে হয় দীর্ঘ করে। সুতরাং এটাও ভুল।

৪. সূরা ছোয়াদ (৩৮ নাম্বার সুরার) এর প্রথম আয়াতঃ
ص وَالْقُرْآنِ ذِي الذِّكْرِ
ছোয়াদ। শপথ উপদেশপূর্ণ কোরআনের।
ছোয়াদ এর সাথে আরো একট পুরো বাক্য রয়েছে, আর ছোয়াদ পড়তে হয় দীর্ঘ করে। সুতরাং এটাও ভুল। 

+++ ভালো কোন ক্বারীর কাছ থেকে সবগুলো আয়াতের তেলাওয়াত শুনলে পার্থক্য ধরতে সহজ হবে ইন শা আল্লাহ্‌।