শনিবার, ১৩ ডিসেম্বর, ২০১৪

প্রসংগঃ সুপারস্টার বক্তা, ফানি শায়খ etc.

প্রসংগঃ সুপারস্টার বক্তা, ফানি শায়খ etc.

প্রশ্নঃ এক ব্যক্তি আহলে সুন্নাহ এবং আহলে বিদআ’হ সবার সাথেই বসে এবং বলে, “এখন উম্মতের মাঝে অনেক বিভক্তি হয়েছে, তাই আমি সবার সাথেই বসি।”
এমন দ্বাইয়ীদের ব্যপারে কি বলা হবে?
উত্তরঃ “সে একজন বিদআ’তি। উম্মতের ঐক্যের স্বার্থে হক্ক (আহলে সুন্নাহ) ও বাতিল (আহলে বিদআ’হ - শীয়া, সূফী, খারেজী ইত্যাদি দলের মাঝে) কোন পার্থক্য না করা একটা বিদআ’ত। আমরা তার হেদায়েতের জন্য দুয়া করি।”
-  শায়খ সালেহ আল-লুহাইধান হা’ফিজাহুল্লাহ।

https://www.youtube.com/watch?v=gBtZuVwOm38

ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন, “যে ব্যক্তি একজন বিদআ’তির কথা শ্রবণ করে, সে আল্লাহর হেফাজতকে থেকে নিজেকে বের করে নিলো, এবং তাকে তার উপরেই ছেড়ে দেওয়া হবে।”

ফুযাইল ইবনে আইয়ায রাহিমাহুল্লাহ বলেন, “তুমি কোন আহলুল বিদআ’হর লোকের সাথে বসবেনা, আমি ভয় করি যে, যদি তুমি কোন বিদআ’তির সাথে বসো তাহলে আল্লাহর অভিশাপ তোমার উপরেও আসবে।”

- ইমাম আল বারবারাহী, শরাহুস সুন্নাহ।