আপনি এবং আপনার সন্তানেরা কি শ্রেষ্ঠ নারী কারা, তাদের জীবনী এবং তারা কেনো শ্রেষ্ঠ হলেন সেই কথা জানেন? নাকি টিভিতে নায়িকা আর গায়িকাদের জন্যেই সব টাইম বরাদ্দ করে রেখেছেন?
নারীদের মাঝে শ্রেষ্ঠ যারা তারা হচ্ছেনঃ
১. ফিরাউনের স্ত্রী আছিয়া
২. ইমরানের কন্যা মারিয়াম
৩. খাদিজাহ (রাঃ)
৪. আয়িশাহ (রাঃ)
আলী (রাঃ) বলেন, আমি নাবী করীম (সাঃ) কে বলতে শুনেছি যে, “(ঐ সময়ের) সমগ্র নারীদের মধ্যে ইমরানের কন্যা মারিয়াম হলেন সর্বোত্তম, আর (এ সময়ে) নারীদের সেরা হলেন খাদিজাহ।”
নাবী (সাঃ) আরো বলেছেন, “সকল নারীর উপর আয়িশাহর মর্যাদা এমন, যেমন সকল খাদ্য সামগ্রীর উপরে ‘সারীদের’ মর্যাদা। পুরুষদের মধ্যে অনেকেই শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। (অতীত যুগে) কিন্তু নারীদের মধ্যে ইমরানের কন্যা মারিয়াম এবং ফিরাউনের স্ত্রী আছিয়া ব্যতীত অন্য কেউ শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেনি।”
সহীহ বুখারী, হাদীস নং ৩১৯১-৩১৯২।
অধ্যায়ঃ আম্বিয়া একরাম (আঃ), অনুবাদঃ ইসলামী ফাউন্ডেশন।
নারীদের মাঝে শ্রেষ্ঠ যারা তারা হচ্ছেনঃ
১. ফিরাউনের স্ত্রী আছিয়া
২. ইমরানের কন্যা মারিয়াম
৩. খাদিজাহ (রাঃ)
৪. আয়িশাহ (রাঃ)
আলী (রাঃ) বলেন, আমি নাবী করীম (সাঃ) কে বলতে শুনেছি যে, “(ঐ সময়ের) সমগ্র নারীদের মধ্যে ইমরানের কন্যা মারিয়াম হলেন সর্বোত্তম, আর (এ সময়ে) নারীদের সেরা হলেন খাদিজাহ।”
নাবী (সাঃ) আরো বলেছেন, “সকল নারীর উপর আয়িশাহর মর্যাদা এমন, যেমন সকল খাদ্য সামগ্রীর উপরে ‘সারীদের’ মর্যাদা। পুরুষদের মধ্যে অনেকেই শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। (অতীত যুগে) কিন্তু নারীদের মধ্যে ইমরানের কন্যা মারিয়াম এবং ফিরাউনের স্ত্রী আছিয়া ব্যতীত অন্য কেউ শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেনি।”
সহীহ বুখারী, হাদীস নং ৩১৯১-৩১৯২।
অধ্যায়ঃ আম্বিয়া একরাম (আঃ), অনুবাদঃ ইসলামী ফাউন্ডেশন।